চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক ২


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়ার পাড়া এলাকার মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মোঃ লিয়াকত আলী (৩৮) ও তাঁর সহকারী মোঃ গোলাপ রহমান (২৭)কে রাইফেলের কাঠের অংশসহ ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়ার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় খুনিয়ার পাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মোঃ লিয়াকত আলী ও তাঁর সহকারী মোঃ গোলাপ রহমান এর কাছ থেকে ১১ পিস ইয়াবা, রাইফেলের কাঠের অংশসহ, ৪টি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর ফজলে রাব্বী।

আটককৃত মোঃ লিয়াকত আলী (৩৮) চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের মধ্যম হাশিমপুর খুনিয়ার পাড়া এলাকার মোঃ বদিউল আলমের ছেলে এবং মোঃ গোলাপ রহমান (২৭) মৃত উমর আলীর ছেলে।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ধৃত এই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এবং তার সহযোগী কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চন্দনাইশ ক্যাম্পে দায়িত্বরত মেজর ফজলে রাব্বি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Related posts

সাতকানিয়ার কালিয়াইশে এক যুবকের আত্মহত্যা

Shahidul Islam

পতেঙ্গা থানা ও ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও প্রতিনিধি সভা

Chatgarsangbad.net

চন্দনাইশ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার এর যোগদান

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment