আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে সূর্যের হাসি ক্লিনিকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশে সূর্যের হাসি ক্লিনিকের সেবাপ্রার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র ক্লিনিক ম্যানেজার শেখ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, চন্দনাইশের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য্য, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান, সূর্যের হাসি নেটওয়ার্কের জিএম (অপারেশন) ব্রিগেডিয়ার (অব.) মো. আশরাফুল কাদের, জিএম (ক্লিনিক্যাল সার্ভিসেস) ডা. নকুল কুমার বিশ্বাস, জিএম (ক্লিনিক্যাল সার্ভিসেস), মেডিকেল অফিসার ডা. নিশিতা বড়ুয়া, এনজিও সমন্বয়ক ও পিপিএস নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হক চৌধুরী, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মো. আবু তোরাব চৌধুরী, প্রাক্তন পৌর কাউন্সিলর শিরিন আক্তার, গ্রাম ডাক্তার সাধারণ সম্পাদক রঞ্জিত দাশ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মামুন চৌধুরী, আসসুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ হাফেজ ওবায়দুল্লাহ, সমাজসেবক মো. মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মুসা, ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল করিম প্রমুখ।

এ সভায় জানানো হয়- সূর্যের হাসি মহিলাদের সেবার পাশাপাশি এখন পুরুষদেরও চিকিৎসাসেবা দেয়া হয়। মহিলাদের জরায়ু ক্যান্সারের সচেতনতা জন্য কাউন্সিলিং ও ভায়া টেস্ট করা হয়। জরায়ু পরীক্ষা করা হয়। ভ্যাকসিনসহ অন্যান্য বেসরকারি ভ্যাকসিন এখানে পাওয়া যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর