চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী


সৈয়দ শিবলী ছাদেক কফিল: বাংলাদেশ জাতীয়তাবাদী আনইজীবি ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, বিএনপির নেতা এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী চন্দনাইশ ও উত্তর সাতকানিয়া (সাঙ্গু) এলাকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন। ১৫ নভেম্বর শনিবার সকালে কাঞ্চনাবাদ এলাকার নোঙর রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সঠিক ও সময়োপযোগী। এ কর্মসূচিতে রয়েছে সমৃদ্ধ জাতি বিনির্মানের রূপরেখা। স্বপ্নের এই রূপরেখা বাস্তবায়নের দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে। তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এডভোকেট রফিক আহমদ, আবদুল মাবুদ, এস এম জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, মোহাম্মদ ইউনুস বাবুল, এডভোকেট মো ইরফান, হারুন সওদাগর প্রমুখ। এতে প্রায় ষাটজন সাংবাদিক উপস্থিত ছিলেন।


Related posts

বৃষ্টি আগামিকাল, আজ মেঘলা থাকতে পারে আকাশ

Chatgarsangbad.net

নিষিদ্ধ পলথিন জব্দ, জরিমানা ১৪ হাজার

Chatgarsangbad.net

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো সাতকানিয়ায় ভূমি মেলা

Md Maruf

Leave a Comment