চন্দনাইশে রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষ্যে “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” -এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। ৯ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, দুদক সমন্বিত কমিটি চট্টগ্রাম জেলা অফিস-২ এর উপ-পরিচালক মো. আতিকূল আলম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. আবু সুফিয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দূপ্রক)’র সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, সদস্য আলহাজ্ব মো. আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

সভা শেষে উপজেলা পর্যায়ে সফল জননী নিলুফা আকতার (বৈলতলী), সামাজিক উন্নয়ন অবদানে শিক্ষক স্বপ্না ভট্টাচার্য্য (বরমা) এবং শিক্ষা ও চাকুরীতে সফল ক্যাটাগরিতে মিফতাহুল জান্নাত চৌধুরী (বাইনজুরী)- এ তিন জয়িতাকে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


Related posts

আজ সাতকানিয়ায় আসছেন উপ-মন্ত্রী নওফেল ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

Chatgarsangbad.net

মন্দিরের পুরোহিত-সেবক অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

Chatgarsangbad.net

চরতীর দুঃখ শঙ্খ নদী

Chatgarsangbad.net

Leave a Comment