সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশে মৎস্য চাষীদের মধ্যে ২৭ মে মঙ্গলবার বিনামূল্যে মৎস্য খাদ্য বিতরণ করা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ৯৩ জন মৎস্য চাষীদের মাঝে ৩৫ কেজি করে মোট ৩২৫৫ কেজি কার্প জাতীয় মাছের খাদ্য বিতরণ করা হয়।
মৎস্য খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ও উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান।
এ সময় ক্ষেত্র সহকারী সোলতান আহমদ, উপকারভোগী মৎস্য চাষী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply