চন্দনাইশে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মেহেরাব বিন কায়েস (৩) নামের এক শিশু মারা গেছে। সে চন্দনাইশ উপজেলায় বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড পাঠানদন্ডী কানাইমাদারী আদর্শ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বরকল ইউনিয়নের ৫নং ওয়ার্ড তাজুল মুল্লুকের বাড়ির গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটি মামা আকিব বলেন, মেহেরাব বিন কায়েস তার মার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে সে নানার বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। হঠাৎ খেলাধুলা করার সময় দুপুরে পুকুরে পড়ে যায়। একটু পর শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। এর কিছুক্ষণ পর পুকুরের মধ্যে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় স্বজনরা এসে তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবযানী বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগে শিশুটি মারা যায়।


Related posts

চন্দনাইশ উপজেলার ‘পকেট কমিটি’ প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে বিক্ষোভ

Chatgarsangbad.net

বাঁশখালীতে অবৈধ আর্টিসনাল বোট-জাল-মাছ জব্দ, আটক ১

Mohammad Mustafa Kamal Nejami

বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজ-আবদুল গফুরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

Chatgarsangbad.net

Leave a Comment