চন্দনাইশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন


 

সৈয়দ শিবলী ছাদেক কফিল::
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দেশের অন্যান্য স্থানের মত উৎসবমুখর পরিবেশে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে৷ ১২ অক্টোবর রোববার সকালে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ উদ্বোধনী অনুষ্ঠান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিতএ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এমওসিএস ডা. শিব্বির আহমেদ প্রিন্স, এমওডিসি ডা. দীপেন দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য্য, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, এমটি (ইপিআই) আবদুর রাজ্জাক, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার সরকার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুল আলম চৌধুরী, স্টোর কিপার কাজী আহসান হাবীব, ক্যাশিয়ার শহীদুল ইসলাম, মো. সোহান, মো. মনসুর আলমসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ, রেড ক্রিসেন্ট টিম, উপজেলা রেড জুলাই টিম ও স্বেচ্ছাসেবীরা।
জানা যায়- ৯ মাস বয়স থেকে শুরু করে ১৫ বছর বয়স বা নবম শ্রেণি পর্যন্ত সকল শিশুকে টাইফয়েড টিকা দেয়া হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের ছাত্র- ২৯৫৯৮ জন, ছাত্রী- ৩২০৯৮, মোট-৬১৬৯৬ জন। কমিউনিটি পর্যায়ে ছেলে- ১১৯৯৫ জন, মেয়ে- ১১৫১২ জন, মোট- ২৩৫০৭ জন টিকাপ্রার্থী রয়েছে। অর্থাৎ সর্বমোট লক্ষ্যমাত্রা ৮৫২০৩ জন শিশু।
বক্তারা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়াতে পারে। এই রোগ অঙ্গ-প্রত্যঙ্গে মারাত্মক ক্ষতি করতে পারে, তাই শিশুদের টাইফয়েড টিকা নেয়া অত্যন্ত জরুরী।


Related posts

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনা করছেন: শিক্ষা উপমন্ত্রী

Chatgarsangbad.net

ছিনতাইকারী ধরতে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

Chatgarsangbad.net

শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পেলো পিটিআই

Chatgarsangbad.net

Leave a Comment