চন্দনাইশে গ্যাস ক্রস ফিলিং এর গুদামে এসিল্যান্ড ডিপ্লোমেসি চাকমার অভিযান, ৬৭০টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং এর গুদামে এবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে চন্দনাইশ উপজেলা প্রশাসন। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ৬৭০টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয় এবং জব্দকৃত মালামাল সমূহ স্থানীয় হাশিমপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল করিম আইয়ুব এর জিম্মায় রাখা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধা ৭টায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় একটি গুদাম ঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফিলিং করছিল একটি অসাধু চক্র। এ সংবাদ গোপন সূত্রে পেয়ে সোমবার সন্ধ্যা ৭টায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করার খবর গোপন সূত্রে পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অনেকগুলো বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ৬৭০টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয় এবং জব্দকৃত মালামাল সমূহ স্থানীয় হাশিমপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল করিম আইয়ুব এর জিম্মায় রাখা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় চন্দনাইশ থানার একটি পুলিশের টিম, ভূমি অফিসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


Related posts

চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী হত্যা: আটক ২০

Chatgarsangbad.net

কর্নেল অলির সুস্থতা কামনায় কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির উদ্যোগে দোয়া মাহফিল

Mohammad Mustafa Kamal Nejami

ঈদগাঁওতে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment