আজ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক


চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা ৯নং ওয়ার্ড এলাকায় স্বামী-স্ত্রী কলহের জের ধরে সদ্য বিবাহিত সালিমা সুলতানা সাকি (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শ্বশুর বাড়ি থেকে স্বামী যাওয়ার পরপরই সদ্য বিবাহিত স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় অভিযুক্ত স্বামীর মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সাবু পলাতক রয়েছে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ শুক্রবার রাতে দোহাজারী হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা ৯নং ওয়ার্ড এলাকায় নিহত সালিমা সুলতানা সাকির বাপের বাড়ি কামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।

নিহত গৃহবধূর সালিমা সুলতানা সাকি (১৮)। উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা ৯নং ওয়ার্ড এলাকার কামাল উদ্দিনের মেয়ে। আর এ ঘটনার অভিযুক্ত স্বামীর মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সাবু। সে একই এলাকার লোকমান গনির ছেলে।

এদিকে নিহত সালিমা সুলতানা সাকি পরিবারের অভিযোগ, তার স্বামীই তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালিমা সুলতানা সাকি ও মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সাবু প্রেমের সম্পর্কের গত ৭/৮ মাস পূর্বে তাদের আকদ ও কামিনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। কিন্তু ছেলে পক্ষ কনেকে এখনো ছেলের বাড়িতে তুলে নেয়নি। বিয়ে হওয়ার পরও মেয়েকে তুলে না নেওয়ার স্বামী-স্ত্রী কলহ লাগতো। ঘটনারদিন শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সাবু। ঘন্টা খানেক শ্বশুর বাড়িতে অবস্থান করার পর স্বামী মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সাবু চলে যাওয়ার পরপরই নব বিবাহিত স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে বলে নিহতের পরিবার। পরিবারের লোকজন সালিমা সুলতানা সাকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. উর্মি চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগে এক গৃহবধূর মৃত্যু হয়।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর