চন্দনাইশে কৃষিজমির মাটি কাটায় দায়ে স্কেভেটর জব্দ


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে ফসলি জমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্কেভেটর জব্দ করা হয়েছে । বুধবার (৮ জানুয়ারি) চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা এলাকায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফসলি জমির মাটি কেটে পাচার হচ্ছে— এমন সংবাদ পেয়ে অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। চন্দনাইশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ হারলায় মাটি কাটার সঙ্গে যুক্ত একটি স্কেভেটর জব্দ করা হয়। তবে মাটি কাটার সঙ্গে যুক্ত কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, ‘প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় মাটি উত্তোলন করে আসছে তারা। যখন যেখানে খবর পাওয়া যাচ্ছে সেখানে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ (বুধবার) বিকালে এক অভিযানে ফসলি জমির মাটি কাটার অপরাধে একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। এসময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও চন্দনাইশ থানার একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।


Related posts

কক্সবাজার সদরে অস্ত্রসহ ২ জন গ্রেফতার

Md Maruf

নারীর প্রতি সহিংসতা ও প্রতিরোধে করণীয়

Chatgarsangbad.net

লামা উপজেলায় নতুন কমপ্লেক্স ভবন উদ্বোধন

Chatgarsangbad.net

Leave a Comment