চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় অনিক ফুড বেকারিকে ১৫ হাজার টাকা এবং A1 ফুড কনফেকশনারি আ্যন্ড সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেকারির মালিক জরিমানার টাকা নগদ পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম না করার অঙ্গীকার করেন।
বুধবার (২৫ জুন) বিকেলে চন্দনাইশ উপজেলার বৈলতলী ও বাগিচারহাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, নোংরা পরিবেশে রুটি, কেকসহ নানা খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ওই বেকারির তৈরি পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম,চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
Leave a Reply