আজ ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানায় ৭জন আসামি গ্রেপ্তার


চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানায় আসামীসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় ও চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামানের তদারকীতে থানার এসআই মো: নুর আমজাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চন্দনাইশ উপজেলায় গোপন সংবাদে ভিত্তিতে ১০ মে (শনিবার) দিবাগত রাত থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ১টি সিআর সাজা, ৫টি সিআর ও ৩টি জিআর পরোয়ানাসহ মোট ৭জন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড গাছবাড়িয়া দুর্ল্লভ পাড়া এলাকার মোঃ সাবেরের ছেলে মোঃ শিফাত, দোহাজারী পৌরসভা ৭নং ওয়ার্ড পূর্ব দোহাজারী কিল্লা পাড়া এলাকার নুরুল আলমের স্ত্রী মুন্নি আকতার, দোহাজারী পৌরসভার সাঙ্গু নদীর দক্ষিণ পাড় কলোনী পাড়া এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী মনিসা আক্তার, একই এলাকার মো: বাহাদুরের স্ত্রী মুন্নী আকতার, একই এলাকার সাহাব মিয়ার ছেলে আবদুর রাজ্জাক, দোহাজারী পৌরসভা ৩নং ওয়ার্ড উল্লা পাড়া এলাকার মো: আকবরের স্ত্রী শাহনাজ আক্তার আজাদ ও দোহাজারী হাইওয়ে থানা সংলগ্ন বার্মা কলোনী এলাকার সৈয়দ আহমদের ছেলে আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৭জন আসামিকে গ্রেপ্তার করে আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর