চন্দনাইশ ইউএনও’র কার্যালয় ও ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন


চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি এ পরিদর্শন করেন। পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে শিশুদের সাথে কেক কাটেন এবং সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবাপ্রার্থীদের সাথে কথা বলেন। তিনি নাগরিকসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

ড. মো. জিয়াউদ্দীন বলেন, ‘সরকারি সেবায় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। ভূমি অফিসে আসা প্রতিটি মানুষ যেন হয়রানিমুক্ত ভাবে সেবা পান, তা নিশ্চিত করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।


Related posts

চট্টগ্রামে সমবেত প্রার্থনায় চলছে বড়দিন উদযাপন

Chatgarsangbad.net

সোনারগাঁও প্রবাসী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক পুনর্মিলনী উপলক্ষে নানান আয়োজন

Chatgarsangbad.net

চন্দনাইশ প্রেস ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment