উত্তর চট্টগ্রামচট্টগ্রামবাছাইকৃত খবর

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার


নিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী প্রকাশ মেজর ইকবালকে গ্রেপ্তার করা হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) রাতে রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইকবাল, একই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী প্রকাশ মেজর ইকবাল বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলায় তিনি জেলও খেটেছেন। বর্তমানে মামলা বিচারাধীন রয়েছে ১১টি। যার মধ্যে ছয়টি হত্যা মামলা। সর্বশেষ ২০১০ সালে সাত বছর জেল খেটে তিনি জামিনে বের হন। এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছিলেন। কয়েক বছর আগেই তিনি এলাকায় ফিরেছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী প্রকাশ মেজর ইকবাল নামে সন্ত্রাসীকে পুরোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

তিনি আরও জানান, ইকবালের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। অস্ত্র থাকার কথাও তিনি স্বীকার করেননি। ইকবালকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।


Related posts

চন্দনাইশে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ 

Chatgarsangbad.net

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ

Md Maruf

পূর্ব গোমদন্ডী প্রগতিসংঘের উদ্যােগে অষ্ট প্রহরব্যাপি মহোৎসব অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment