চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ’র পৃথক পৃথক অভিযানে গ্রেফতার ৬


মোঃ সরওয়ার আলম চৌধুরী, বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাত থেকে দুপুর পযর্ন্ত সময়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শেখেরখীল ইউনিয়নের ৭নং ওয়ার্ড, ফকিরপাড়া বলিমাঝির বাড়ির মোঃ আবদুল আলিমের ছেলে মামুনুর রশিদ (২১), বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর জলদী নোয়াপাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে আমির হোসেন (৪০), সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড পাইরাং এলাকার আজগর হোসেনের ছেলে আসহাব উদ্দিন (২২), একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম মিনজিরীতলা এলাকার মোহাম্মদ লোকমানের ছেলে মোহাম্মদ মোস্তাক (৪০), বৈলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাক্কু বাপের বাড়ীর শামসুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম ছোটন (২৪) ও কালীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আলী বাপের বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রাশেদ (২৬)।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বাঁশখালী থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ, এসআই মোঃ জসিম উদ্দিন, এসআই আহসান হাবিব, এসআই হাফিজের রহমান, এসআই গোলাম ছরওয়ার ও এসআই দয়াল চন্দ্র ভৌমিকের নেতৃত্বে পরিচালিত বাঁশখালী থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযানে আসামীদের আটক করা হয়। তাদের সকলের বিরুদ্ধে বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে। জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি সাইফুল।


Related posts

চট্টগ্রাম বারে ২১ পদেই ‌‘অটোপাস’ বিএনপি-জামায়াতের প্রার্থীরা

Chatgarsangbad.net

যেসব নির্দেশনা না মানলে থার্টি ফাস্ট নাইটে কঠোর ব্যবস্থা নেবে সিএমপি

Chatgarsangbad.net

খাগরিয়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জমা’আত লিয়াজোঁ কমিটির স্বাগত জুলুস অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment