আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে তিন জনের করোনা শনাক্ত


নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১০ জুন) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, নগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মা ও শিশু হাসপাতালে শনাক্ত হয় আরও দুজন রোগী।

সিভিল সার্জন আরও জানান, এই মুহূর্তে নগরের সরকারি হাসপাতালগুলোতে করোনা কিটের কিছুটা সংকট রয়েছে। কয়েকদিনের মধ্যে কিট আসলে এ সংকট কেটে যাবে। তবে বেসরকারি হাসপাতালগুলোতে এ সংকট নেই। করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর