চট্টগ্রাম

চট্টগ্রামে জাতীয়তাবাদী প্রকৌশলীদের ফুটবল উৎসব


ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ফুটবল উৎসব ২০২৫।
চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ২০০ জনেরও বেশি প্রকৌশলী অংশ নেন এ আয়োজনে। মোট ৮টি দল -টিম জেড ফোর্সটিম, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ,আনোয়ারা ওয়ারিওরস, জিবু স্ট্রাইকার্স, টিম জেড কমব্যাট ,টিম সি ইউ সি বি এ, পয়েন্ট এফ সি, টিম রুয়েট এর
৭২ জন খেলোয়াড়ের অংশগ্রহণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি।

ফাইনাল খেলায় ওয়াসিফ রাশেদের ‘Jibu Strikers’ চ্যাম্পিয়ন এবং তাওসিফের ‘East Bengal Regiment’ টিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলাগুলো অনুষ্ঠিত হয় শহরের Sicho Arena মাঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে  ছিলেন ব্যারিস্টার মীর হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি চট্টগ্রাম বিভাগ। তিনি উপস্থিত থাকতে না পারলেও পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলেন—
ইঞ্জিনিয়াররা জাতি গঠনের কারিগর। তাদের ঐক্যই উন্নত বাংলাদেশের ভিত্তি।

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী ইকবাল করিম, উপদেষ্টা, এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (AEB) কেন্দ্রীয় কমিটি।তিনি বলেন,বাংলাদেশের অগ্রযাত্রায় প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন তরুণদের অনুপ্রাণিত করবে।

সভাপতিত্ব করেন প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক, এ্যাব চট্টগ্রাম বিভাগ।
তিনি বলেন,মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই চমৎকার ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের জন্য এ্যাব চট্টগ্রাম ও জাতীয়তাবাদী আর্দশের সকাল আয়োজক ,অথিতি ও অংশগ্রহণকারী প্রকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ ভবিষ্যতে এভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আরো ভালোভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যাবো।

আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী তাজুল বলেন, ফুটবলের মাঠে হোক ঐক্যের বার্তা। বিপ্লব ও সংহতির চেতনায় ঐক্যবদ্ধ প্রকৌশলীরাই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ।

আয়োজনের চিফ কো-অর্ডিনেটর ছিলেন প্রকৌশলী কিরন।
আয়োজক কমিটিতে ছিলেন ইঞ্জি. হারুন, রিয়াদ, মুন্নাহ, ইশতিয়াক, আবির, রনবি, এনাম, নাবিদ, তাজুল, সুভাকর, সজিব, ইমন, ফাহাদ, আল আমিন, মিলু।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রকৌশলীরা বিপ্লব ও সংহতির চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।


Related posts

মাতৃভাষা দিবস উপলক্ষে জাসাসের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

Chatgarsangbad.net

কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলম গ্রেপ্তার

Saddam Hossain

খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণ, ৪ আসামি গ্রেপ্তার

Saddam Hossain

Leave a Comment