চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গা নিমতলায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

পলাতক স্বৈরাচারী আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। তিনি বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ছাত্র-জনতা ধৈর্য সহকারে সকল ষড়যন্ত্র মোকাবেলা করছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

১১ ডিসেম্বর বুধবার গোসাইলডাঙ্গা-নিমতলা পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি নুরুল আলম মিলনের সঞ্চালনায় কর্মি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের শূরা, কর্মপরিষদ সদস্য ও বন্দর থানা আমির মাহমুদুল আলম, থানা সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ ইকবাল শরীফ ও গোসাইলডাঙ্গা প্রশাসনিক ওয়ার্ডের আমির জাকের হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ আরও বলেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও সুশৃঙ্খল দল। এই সংগঠনে কেউ দায়িত্ব চেয়ে নেয় না। সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব প্রদান করলে সেই দায়িত্ব পালন করতে হয়। ইসলামী আন্দোলনের কর্মীদের সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি শেষ রাতে ইবাদাতের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিমতলা পূর্ব ওয়ার্ড জামায়াতের সভাপতি মনির উদ্দীন বাপ্পি, জামায়াত নেতা আনোয়ার পারভেজ খান। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আব্দুল হান্নান, প্রবীণ জামায়াত নেতা তাজুল হক মিলন, গোসাইলডাঙ্গা-নিমতলা ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিমতলা পূর্ব ওয়ার্ড জামায়াতের সভাপতি মনির উদ্দীন বাপ্পি, জামায়াত নেতা আনোয়ার পারভেজ খান। উক্ত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার আব্দুল হান্নান, প্রবীণ জামায়াত নেতা তাজুল হক মিলন, গোসাইলডাঙ্গা-নিমতলা ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি জাহিদ হাসান প্রমুখ।


Related posts

রাজীব আচার্য্যের মাতৃবিয়োগ

Mohammad Mustafa Kamal Nejami

জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর কমিটির শ্রদ্ধা নিবেদন

Chatgarsangbad.net

মনোনয়ন জমা দিলেন এম এ মোতালেব সিআইপি

Chatgarsangbad.net

Leave a Comment