চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতকানিয়া আনন্দ মিছিল


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করা হয়েছে।শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কেরানিহাট গোল চক্কর এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত বিএনপি’র আহবায়ক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতা অধ্যাপক শেখ মহিউদ্দিন বলেন,নেতার আশেপাশে থেকে কোন কাজ হবে না মাঠে ময়দানে যারা দলের স্বার্থে কাজ করে তারাই বিএনপি’র প্রাণ,আজকের এই সমাবেশ থেকে বুঝিয়ে দিতে চাই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছে ভাই আজকের সমাবেশে এত নেতাকর্মী হাজির হয়েছেন।আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।এসময় সাতকানিয়া পৌরসভা বিএনপির সবেক সাধারণ সম্পাদক নবাব মিয়ার সভাপতিত্বে,উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন আব্দুল্লাহ,দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক বারের আইনজীবী সমিতির প্রভাবশালী সদস্য এরশাদুর রহমাম রিটু,সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আবু তাহের বিএসসি,সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন রাশেদ,মহিলা দলের দক্ষিণ জেলার সবানেত্রী জান্নাতুন নাঈম রিকু সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Related posts

‘তরবারির চেয়ে কলম শক্তিশালী’

Chatgarsangbad.net

পটিয়ায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Chatgarsangbad.net

অশুভ শক্তির বিনাশ করে ফিরে গেলেন মা

Chatgarsangbad.net

Leave a Comment