চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নতিকরণের দাবিতে পদযাত্রা ও গণস্বাক্ষর 


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুঘর্টনায় লাশ আর কত পড়বে? দিন দিন দুঘর্টনায় লাশের সারি বৃদ্ধি হচ্ছে। অসহায় হয়ে পড়ছে কত পরিবার। সকালে বাড়ি থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আসলে মনে হয় এই বুঝি দুঘর্টনা ঘটে গেল। এ সড়কে প্রতিদিন শত শত গাড়ি চট্টগ্রাম-কক্সবাজার/কক্সবাজার-চট্টগ্রাম আসা যাওয়া করছে। বলতে গেলে সড়কে তিল ধারনের ঠাঁই নাই। যেভাবে গাড়ির সংখ্যা দিন দিন এই সড়কে বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে রাস্তার প্রস্ততা একেবারেই কম। যে কারণে প্রতিনিয়ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কোথাও না কোথাও যানবাহনের দুর্ঘটনা ঘটছে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।

বুধবার ৯ এপ্রিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লাইনের উন্নতিকরণের দাবিতে পথযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি চন্দনাইশের খাঁনহাট এ অনুষ্ঠিত হয়েছে। এই পথযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত আমরা ১১ জন এর উদ্যোগে কাপনের কাপড় পড়ে প্রতিকী পথযাত্রা চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কক্সবাজার পর্যন্ত গিয়ে সমাপ্তি ঘটবে। প্রতিকী পথযাত্রায় বক্তারা প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নিত করার জোর দাবি জানান। পদযাত্রা কর্মসূচির প্রধান সমন্বয়ক সৌরভ প্রিয় পালের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অরুপ রতন চক্রবর্তী ইদ্রিস পানু, মোহাম্মদ হানিফ, সুকান্ত তালুকদার জুয়েল, দেবব্রত পাল দেবু, পুলক চৌধুরী, বিল্পব চৌধুরী বিল্লু, আবদুর রহমান রকি, জীবন মিত্র রাজ, শফিকুল ইসলাম দিয়া, ইয়াসিন আফ্রিদি, সাইদুল হাসান, শাহাদাত হোসেন রুবেল প্রমুখ।


Related posts

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা

Chatgarsangbad.net

রাঙ্গুনিয়ায় শতাধিক অবৈধ ইটভাটা ধ্বংস করছে পরিবেশ

Chatgarsangbad.net

কোরবান উপলক্ষে চট্টগ্রামে বসছে ২২৮ পশুর হাট

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment