চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

গাউসিয়া কমিটির মহিলা দাওয়াতে খায়র মাহফিল ও মৃত মহিলাদের গোসল-কাফন বিষয়ক প্রশিক্ষণ


বিশেষ প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভায় দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া একতা সংঘের উদ্যোগে গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ, কাফন-দাফন টিমের তত্ত্বাবধানে মহিলা দাওয়াতে খায়র মাহফিল ও মৃত মহিলাদের গোসল-কাফন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর (শনিবার) বিকেলে দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া একতা সংঘের আহবায়ক মো. খোরশেদুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ, কাফন-দাফন টিমের প্রধান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।

উদ্বোধক ছিলেন এডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন, দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া একতা সংঘের সদস্য সচিব মো. মফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, সাংবাদিক মুহাম্মদ আরফাত হোসেন, মাওলানা নাজিম উদ্দীন আল-কাদেরী, মো. ফখরুদ্দিন, মো. জয়নাল আবেদিন জিহাদী, মো. বদিউল আলম সওদাগর, মো. মামুন। মহিলা প্রশিক্ষক ছিলেন গাউসিয়া কমিটি চন্দনাইশ মহিলা গোসল ও কাফন টিমের সদস্য উম্মে সালমা আয়শা, কুমকুম হাবিবা। এসময় দের শতাধিক মহিলা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী।


Related posts

সিইপিজেডে কর্ণফুলীর পানি শোধন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু

Chatgarsangbad.net

আইআইইউসিতে “আর্ন্তজাতকি মানবকি” আইনরে উপর র্সাটফিকিটে র্কোস সম্পন্ন

Chatgarsangbad.net

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের পাশে নবাগত জেলা প্রশাসক ফরিদা খানম

Md Maruf

Leave a Comment