খুলনায় মুখোমুখি অবস্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন ও বিএনপি।


মোঃ রবিউল হোসেন খান,খুলনা ব্যুরো >>> খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মহানগরীর শিববাড়ি মোড়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ ১৮ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮ টায় নগরীর শিববাড়ি মোড়ে ঔই মিছিল করার জন্য জড়ো হন তারা। এদিকে ঔই সময়ে শিববাড়ি মোড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে তারা সেখানে আসেন। এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন জিয়া হল চত্বরের পাশে শিববাড়ি মোড়ে। দুই দলের দুরত্ব মাত্র কয়েক হাত। বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন পাল্টাপাল্টি শ্লোগান দিচ্ছেন। দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মুখোমুখি অবস্থানের একপর্যায়ে রাত ৯ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতাকর্মীরা মিছিল সহকারে ময়লাপোতার দিকে রওনা দেয়।মিছিল সহকারে কিছু দুর গিয়ে আবার ফিরে এসে জীবন বীমা অফিসের বিপরীত পাশে অবস্থান নেয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিববাড়ি মোড়ে অবস্থান নেয়।দুই পক্ষ এক ঘন্টার ও বেশি সময় পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতাকর্মীরা রাত সোয়া ১০ টার দিকে ফের মিছিল সহকারে শিববাড়ি মোড়ে অবস্থান নিলে আবারও মুখোমুখি হয় তারা। এ সময় উত্তেজনা বিরাজ করে। পরে রাত ১০ টা ৪০ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের নেতাকর্মীরা চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে শ্লোগান দিতে দেখা যায়।


Related posts

সাতকানিয়ায় বিএনপি’র ৩১ দফার পক্ষে জনসমাবেশ

Md Maruf

নাইক্ষংছড়ির বাইশারীতে গৃহবধুকে জবাই করে হত্যা

Md Maruf

বয়স বেড়ে যায়, যে পর্বতে গেলে !

Chatgarsangbad.net

Leave a Comment