খুলনায় খালিশপুরে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির দলীয় শাখা অফিস অপসারণ 


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

খুলনায় আওয়ামীলীগ,বিএনপি ও জাতীয় পার্টির দলীয় শাখা অফিস সহ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করেছে কেসিসি। খুলনা সিটি কর্পোরেশনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ৬ নভেম্বর দিনব্যাপি খুলনার খালিশপুরে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির দলীয় শাখা অফিস সহ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

কেসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ সর্নার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এর আগে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে অপসারণ করার জন্য কেসিসির পক্ষ থেকে ১ দিন সময় বেধে দেওয়ায় অপসারণ না করায় এ অভিযান পরিচালিত হয়।

এ সময় দলীয় শাখা অফিসের পাশাপাশি বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এবং এখনো যেসকল অবৈধ স্থাপনা রয়েছে তা নিজ উদ্যোগে অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময় এস্টেট অফিসার গাজী আলাউদ্দিন সহ কেএমপির পুলিশ সদস্যগন অপসারণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন।জনসার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।


Related posts

শিল্পখাতে অবদানের স্বীকৃতি, ২০ প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রীয় পুরস্কার

Chatgarsangbad.net

ব্যাংকক থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

Mohammad Mustafa Kamal Nejami

সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলো ইসি

Chatgarsangbad.net

Leave a Comment