খুলনায় এক্সরে করে পেটের ভেতর পাওয়া গেল ৮ টি সর্নের বার


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

লনায় এক্সরে করে পেটের ভেতর পাওয়া গেল ৮ টি সর্নের বার। সর্ন পাচার করতে গিয়ে ৮ টি বার সহ খুলনা মহানগরীর সাচিবুনিয়া এলাকা থেকে গতকাল আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পেটের ভেতর সর্ন নিয়ে ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাচ্ছিলেন। গতকাল রাত ১২ টার দিকে সাচিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুল আওয়াল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। খুলনা লবন চোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সর্নের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষিরা সিমান্তে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা লবনচোরা সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেক পোস্ট বসায় পুলিশ। ঢাকা থেকে সাতক্ষীরা গামি একটি বাসে তল্লাসি চালিয়ে আব্দুল আওয়ালকে আটক করা হয়।কিন্তু থানায় নিয়ে তার শরীর তল্লাসি করে কিছু পাওয়া যায় নী।পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করালে পেটের মধ্যে সর্নের বার দেখা যায়।থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর ৮ টি সর্নের বার বের করে দেন পুলিশকে।


Related posts

চন্দনাইশে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক ১

Chatgarsangbad.net

পদত্যাগপত্র জমা দিলেন বিএনপির সংসদ সদস্যরা

Chatgarsangbad.net

রাষ্ট্রপতির সঙ্গে নতুন মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ

Chatgarsangbad.net

Leave a Comment