আরফাত হোসেন: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী। তিনি গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করে গেছেন। ফ্যাসিবাদ আওয়ামী আমলে তিনি জীবনের মায়া ত্যাগ করেছেন, তারপরও আওয়ামী রেজিমের সাথে আপোষহীন করেননি। যার কারণে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছিল। বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র সমার্থক শব্দে পরিণত হয়েছে। তিনি এখন শুধু একজন রাজনীতিবিদ নন, গণতন্ত্রের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন।
১৫ আগস্ট (শুক্রবার) বিকেলে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বারখাইন হাজীগাঁও এলাকার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসএম ইমতিয়াজ করিম পিন্টু, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, লোকমান, আলমগীর খান, শাহাবাস, মনির, আনোয়ারা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক গফুর, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল, মিজান, কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাঈদুল, মুরাদুল ইসলাম, মিজানসহ উপজেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply