আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

খরুলিয়ায় আলোচিত ডাকাতি, টাকা লুট এবং গাড়ি ভাংচুরের মামলায় ৮ আসামী কারাগারে


আবদুর রাজ্জাক , কক্সবাজার জেলা প্রতিনিধি। কক্সবাজার সদরের খরুলিয়ার বহুল আলোচিত ডাকাতি, টাকা লুট এবং গাড়ি ভাংচুরের সেই মামলায় অভিযুক্ত ৮ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার আদালত জামিন নামঞ্জুর করে সদর এবং রামু থানার আলাদা দুই মামলায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।আসামীরা হলো, মোজাম্মেল হক প্রঃ ময়না, রিয়াদ, সেলিম, শামসুল আলম প্রঃ বাবুল, মোঃ রাশেদ, সৈয়দ আহমদ, রুবেল ও গিয়াস উদ্দিন।এদের মধ্যে রিয়াদ ও সেলিম সদর-রামু থানায় দায়ের করা দুই মামলার আসামী। এছাড়া ৮ আসামীদের কমবেশি সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রতিয়মান আছে। সন্ত্রাসীরা প্রায় সময় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে থাকেন। যাদের কারণে রীতিমতো অতিষ্ঠ এলাকার নিরীহ মানুষ। প্রসঙ্গত: ঈদুল আজহার আগের দিন রামুর কলঘর বাজারে নোয়া গাড়ি গতিরোধ করে ডাকাত দল। এক পর্যায়ে গাড়ির ভেতরে থাকা মানুষজনকে মারধর করে তাদের কাছে থাকা গরু বিক্রির প্রায় ২৭ লাখ টাকা লুটপাট করে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এসময় আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের একটি নোয়া গাড়িও ভাংচুর চালায় চিহ্নিত সন্ত্রাসীরা।একই সময় খরুলিয়ায় গরুর খামারেও ডাকাতি এবং লুটপাট চালানো হয়। আলাদাভাবে সংঘঠিত এসব ঘটনায় রামু এবং কক্সবাজার সদর মডেল থানায় দু’টি মামলা রুজু করেন ক্ষতিগ্রস্তরা।সেই মামলায় জামিন নিতে গেলে অপরাধের ধরণ বিবেচনায় আসামীদের জামিন নামঞ্জুর করে সবাইকে জেল হাজতে পাঠায় আদালত।এদিকে আসামীদের দৃষ্টালসলক শাসি এবং লট হওয়া এদিকে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং লুট হওয়া টাকাসহ গাড়ির ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মামলার বাদী পক্ষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর