আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কোতোয়ালীতে ১৪টি স্বর্ণের বার নিয়ে গ্রেফতার ১


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন বিআরটিসি ফলমণ্ডির বসুধা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ১৪টি স্বর্ণের বারসহ ৬৩ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বৃদ্ধের নাম নুরুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এসব স্বর্ণবারসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা এলাকার মৃত জহির আহাম্মদের ছেলে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, তাদের কাছে আগে থেকেই সোর্সের তথ্য ছিলো শুল্ক ফাঁকি দিয়ে আনা বেশ কয়েকটি স্বর্ণবহন করছে একজন বৃদ্ধ।

তথ্যের ভিত্তিতে ফলমণ্ডির বসুধা মার্কেটের সামনে থেকে বৃদ্ধ নুরুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে টিম কোকোয়ালী। এসময় তার কাছে ১৪টি স্বর্ণের বার পাওয়া যায়।

পরবর্তীতে স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে মামলা দিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করা হয় জানান ওসি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর