আজ ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর ফলকে নাম থাকছে না ড. ইউনূসের


চাটগাঁর সংবাদ ডেস্ক: বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম সফরে এসে কালুরঘাট রেল কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তবে ফলকে তার নাম ব্যবহার করতে চাচ্ছেন না প্রধান উপদেষ্টা।

এমন অবস্থায় প্রধান উপদেষ্টার নামসহ ফলক তৈরি করে তা আবার পরিবর্তন করে নতুন ফলক বানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ১৪ মে (বুধবার) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস প্রথমবারের মতো চট্টগ্রাম ভ্রমণ করবেন। ওই দিন তিনি চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন । কেননা একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন, চট্টগ্রাম বন্দরের এনসিটি ৫- এ মত বিনিময় সভাসহ ব্যস্ত সিডিউল রয়েছে প্রধান উপদেষ্টার। তাই সার্কিট হাউসে ঘন্টা দুয়েকের যাত্রা বিরতির সময় সেখানেই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা জানিয়েছেন, কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নির্মিতব্য এক্সট্রা ডোজড রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্মতি প্রদান করেছেন প্রধান উপদেষ্টা। শুরুতে প্রধান উপদেষ্টার নামসহ ফলকটি প্রস্তুত করা হয়। কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনকারী কারো নাম ফলকে না লিখতে নির্দেশনা দেয়া হয়। তাই সেটি আবার পরিবর্তন করে ফলকে শুধুমাত্র প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ রেলওয়ের নাম লেখা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগীন বলেন, এটা দেশের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একটি নজিরবিহীন ও প্রশংসনীয় ঘটনা। কর্ণফুলী নদীর ওপর বহুল আকাঙ্ক্ষিত রেল ও সড়ক সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ১৪ মে। পূর্বের ন্যায় এবারো ফলকে কারো নাম না লিখতে নির্দেশনা পেয়েছি আমরা।

প্রসঙ্গত, বর্তমান সরকার দেশের একাধিক প্রকল্প বাস্তবায়ন কিংবা উদ্বোধনের সময় ফলকে কারো নাম রাখেনি। সর্বশেষ চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে প্রথমবারের মতো ফেরি সার্ভিস উদ্বোধনের সময় ফলকে কারো নাম না দিয়ে প্রশংসিত হয়েছেন। সর্বশেষ ‘কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল ও সড়ক সেতু নির্মাণ’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে উদ্বোধকের নাম বিহীন ফলক আরেকটি নজির সৃষ্টি করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর