কর্ণফুলীতে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক ও বর্তমান দায়িত্বশীল নবীন-প্রবীণদের মিলনমেলা অনুষ্ঠিত 


নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্ণফুলী উপজেলার সাবেক ও বর্তমান দায়িত্বশীল নবীন-প্রবীণদের মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্ণফুলী উপজেলা শাখার আয়োজনে আজ বিকালে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদশ ইসলামী ফ্রন্ট কর্ণফুলী উপজেলার সভাপতি মাওলানা  মুহাম্মদ হারুনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে  এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর  প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার। মুহাম্মদ মনসুর আলম  চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর এর  সভাপতি মাওলানা আবদুন নবী আলকাদেরী ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর চট্টগ্রাম বিভাগীয় সচিব মাওলানা এম এ মাবুদ, চট্টগ্রাম মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক  এম নাছির উদ্দিন মাহমুদ,সাংগঠনিক সম্পাদক  মাওলানা সোহাইল উদ্দিন আনসারী,প্রচার সম্পাদক আমান উল্লাহ আমান, চট্টগ্রাম দক্ষিণ জেলার   সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন ।এছাড়াও বক্তব্য রাখেন  কর্ণফুলী ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক মাওলানা মুহাম্মদ মুছা,ফ্রন্ট নেতা  মনজুর আলম মনজু,পশ্চিম পটিয়া ছাত্র সেনার সাবেক সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান ,হাবিবুল মুস্তফা ছিদ্দিকী,মাওলানা শফিক উদ্দিন,কর্ণফুলী উপজেলা ছাত্রসেনার সভাপতি  মুহাম্মদ নাঈম উদ্দিন,যুবসেনার সাধারণ সম্পাদক এম এ করিম ,প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ শফিউল করিম প্রমূখ ।


Related posts

তারেক রহমানই হবেন আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী: আজিজ উল্লাহ

Mohammad Mustafa Kamal Nejami

চট্টগ্রামে ‘ভ্যাপসা গরম’

Chatgarsangbad.net

হিসাবরক্ষক পদে বিদ্যালয়ে চাকরি

Chatgarsangbad.net

Leave a Comment