কর্ণফুলীতে আওয়ামী লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার


চাটগাঁর সংবাদ ডেস্ক:

ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী ও নগরের জুবিলী রোডে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ।

গ্রেপ্তার তিন নেতা হলেন – শিকলবাহা রাজার বাপের বাড়ি মৃত মোহাম্মদ হাশেমের ছেলে মো. নুরুল ইসলাম (৫৬), চরলক্ষ্যা মোহাম্মদ আলী মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. নুরুল আলম (৫৫) এবং চরপাথরঘাটা খোয়াজনগর গ্রামের কবির মেম্বার বাড়ির মৃত আয়ুব আলীর ছেলে মো. মিজানুর রহমান (৪৯)।

এদের মধ্যে নুরুল ইসলাম শিকলবাহা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, নুরুল আলম চরলক্ষ্যা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মিজান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি জানান, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Related posts

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় শিশু বলাৎকারের দায়ে গ্রেপ্তার ১

Chatgarsangbad.net

কেশুয়ায় মানবকল্যাণ পরিষদের চক্ষু শিবির সম্পন্ন

Chatgarsangbad.net

শান্তির সমাজ প্রতিষ্ঠায় হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) আদর্শ সব ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে

Chatgarsangbad.net

Leave a Comment