কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ নারী আটক


অনলাইন ডেস্ক: কক্সবাজারের পেকুয়া থেকে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (৪ জুন) ভোরে পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোলাইয়াঘোনা এলাকায় পেকুয়া সেনা ক্যাম্পের অভিযানে মাদক ব্যবসায়ী ওই নারীকে আটক করা হয়।

আটক ওই নারী ভোলাইয়াঘোনা এলাকার মাদক ব্যবসায়ী সাহেদ ইকবাল প্রকাশ সাহেদের স্ত্রী শাহীদা ইয়াসমিন (৪৩)। এসময় তার কাছ থেকে ৪৭ পিচ ইয়াবা ৪৭ ও মাদক বিক্রি কাজে ব্যবহৃত টি মোবাইল উদ্ধার করা হয়।

জানা যায়, পেকুয়া সেনা ক্যাম্পের গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টিম ভোর থেকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনায় মাদক ব্যবসায়ী সাহেদের বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করতে সক্ষম হয়।

অভিযানে মাদক ব্যবসায়ী সাহেদ সু-কৌশলে পালিয়ে গেলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সেনাবাহিনী পেকুয়া ক্যাম্পের ক্যাপ্টেন ইনামুলের নেতৃত্বে পেকুয়া থানার এসআই ছাইদুর রহমানসহ অভিযানে সেনা ও পুলিশের বিশেষ টিম অংশ নেয়। পরবর্তীতে আটককৃতকে আইনি কার্যক্রমের জন্য পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।

আটকের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সেনাবাহিনী পুলিশের যৌথ অভিযানে মাদক সহ এক নারীকে আটক করা হয়। দীর্ঘদিন থেকে সে ও তার স্বামী মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

 


Related posts

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শাহীনের ডেরায় যৌথ বাহিনীর অভিযান

Md Maruf

চন্দনাইশে জামেয়া তাহেরিয়া আনওয়ারুল উলূম মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপন

Chatgarsangbad.net

চন্দনাইশ ইউএনও’র কার্যালয় ও ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment