কক্সবাজারে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি,কক্সবাজার ।। কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ সাইফউদ্দিন শাহীন যোগদান উপলক্ষে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা করে। অদ্য ১০মার্চ ২০২৫খ্রিঃ বিকাল ০৪:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই নবাগত পুলিশ সুপার আগত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কর্মজীবনে প্রথম কর্মস্থল হিসেবে কক্সবাজারের স্মৃতিচারণা করেন। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপারের প্রতি কক্সবাজারবাসীর আকাঙ্ক্ষা জানতে চান। সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্যে পর্যটন-নগরী হিসেবে কক্সবাজার জেলা সমসাময়িক সমস্যা ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধগুলো তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে সমস্যাগুলো নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি কক্সবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ কক্সবাজার জেলাকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সহ সভাপতি কামাল হোসেন আজাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ।


Related posts

উখিয়া-টেকনাফে আইওএম কর্তৃক বিনা নোটিশে ২শতাধিক কর্মী ছাঁটাই

Chatgarsangbad.net

১৬ বছর পর কারামুক্ত হলেন বিডিআর সদস্য ইউসুফ

Chatgarsangbad.net

সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ সদস্যের মৃত্যু

Chatgarsangbad.net

Leave a Comment