আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু


নিউজ ডেস্ক: কক্সবাজার মেরিন ড্রাইভে প্রাইভেট কার ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কে এম জিয়াউল করিম (৪৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে মেরিনড্রাইভের ইনানী মেরিন ড্রাইভের ফায়ার সার্ভিসের অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নিহত পর্যটক চট্টগ্রামের পশ্চিম খুলশি জালালাবাদ এলাকার মৃত আব্দুল কাইয়ুমের পুত্র। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইনানী মেরিন ড্রাইভের ফায়ার সার্ভিসের অফিসের সামনে কক্সবাজার থেকে ইনানী অভিমুখী একটি প্রাইভেটকারের সাথে ইনানী থেকে কক্সবাজার যাওয়ার সময় পর্যটকবাহী একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জিয়াউল করিম। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা জব্দ করেছেন।

আপেল মাহমুদ বলেন, রাত ১০টা পর্যন্ত নিহত পর্যটকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের সম্মতি মতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর