ওষখাইন রজায়ী দরবার শরীফে শোহাদায়ে কারবালা স্মরণে মাহফিল ২ জুলাই


আনোয়ারা প্রতিনিধি: পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে এক বিশেষ ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ওষখাইন রজায়ী দরবার শরীফে। আগামী ২ জুলাই ২০২৫, বুধবার এই মাহফিলের আয়োজন করছে বিশ্ব নূর মঞ্জিলের ব্যবস্থাপনায় এবং রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ।

মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে ত্বরিকত ও রজায়ী যুব ত্বরিকত কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী (রজায়ী হুজুর)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা আবুল কাসেম নূরী।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন দাওয়াতে ঈমানী বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া-এর চেয়ারম্যান মুফতি গিয়াসউদ্দীন আত-ত্বাহেরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জামিরজুরী রজভিয়া আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা-এর সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী। তকরির পেশ করবেন হযরত শাহ সুফী আলী রজা ও একরাম শাহ রজায়ী (রহঃ) এতিমখানার পরিচালক মাওলানা কামরুদ্দীন নূরী।

মাহফিলের সার্বিক দিকনির্দেশনায় থাকবেন দরবার শরীফের শাহজাদা মাওলানা নাঈম উদ্দীন রজায়ী ও মোহাম্মদ ইমাম উদ্দীন রজায়ী।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে কারবালার শোকাবহ ইতিহাস এবং আহলে বাইত (আ.)-এর আত্মত্যাগের শিক্ষা তুলে ধরা হবে। মাহফিলটি সকল ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এদিকে আজ শুক্রবার সকালে দরবার শরীফ প্রাঙ্গণে মাহফিলের প্রস্তুতি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রস্তুতির নানা দিক নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং মাহফিল সফল করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী।


Related posts

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকা থেকে ৬০০ বস্তা সার উদ্ধার

Chatgarsangbad.net

খাতুনগঞ্জের শ্রমিক হত্যা: খুনীসহ গ্রেফতার ২

Chatgarsangbad.net

নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

Leave a Comment