ওষখাইন দরবার শরীফের রজায়ী হুজুরের মা আর নেই,জানাজা বুধবার


আমজাদ হোসেন,আনোয়ারা প্রতিনিধিঃ

উপমহাদেশে ঐতিহ্যবাহী আনোয়ারা ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হযরত শাহ্ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)’র আওলাদ পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী হুজুরের আম্মাজান মোছাম্মৎ নুর নাহার বেগম (৮৫) ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজীয়ুন।

সোমবার (২৩ডিসেম্বর) রাত ৯ টা ৩৫ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চার ছেলে, তিনি মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)বেলা ১১টায় নামাজে জানাজা শেষে উপজেলার পরৈকোড়া ইউনিয়নে রজায়ী বিশ্ব নূর মঞ্জিলের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মোছাম্মৎ নুর নাহার বেগম (৮৫) ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের প্রতিষ্টাতা শাহীন শাহে বেলায়ত ৩৬বছর বনবাসী সাধক আল্লামা শাহ্ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ)’র ছোট পুত্রের আউলাদ হযরত শাহ্ সুফি পীর মৌলানা নুরুল আলম শাহ্ (রহঃ)’ তাহাঁর প্রথম পুত্র হযরত শাহ্ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)সহধর্মিণী।


Related posts

১০ মামলার কারাদণ্ডপ্রাপ্ত ও ৪৭টি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Mohammad Mustafa Kamal Nejami

চন্দনাইশ পৌরসভায় এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Mohammad Mustafa Kamal Nejami

প্রাথমিক বৃত্তি: চট্টগ্রামে পরীক্ষার্থী ২৯ হাজার ৩৯৯

Chatgarsangbad.net

Leave a Comment