এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে বান্দরবান সদরে কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। উক্ত সেবা কাজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা -৩ এর গভনর (ইলেক্ট) এপে. সৈয়দ মিয়া হাসান, অতীত জেলা গভনর এপে. কামাল পাশা. এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতিত সভাপতি এপে. মোজাম্মেল হক, কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মেরি ভট্টাচার্য ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে. নিনি প্রু। প্রধান অতিথি এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক মো: নুরুল আমিন চৌধুরী আরমান তার বক্তব্য বলেন, এপেক্স একটি আন্তরজাতিক সেবা সংগঠন সেবা কাজের অংশ হিসাবে কাসেম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরনের এই প্রগোমের আয়োজন করা হয়েছে। এপেক্স ক্লাব অব বান্দরবান এই উদ্যোগ প্রসংশনিয়। সমাজের কম ভাগ্যবানদের পাশে দাড়ানোর এপেক্স ক্লাব অব বান্দরবানের এই উদ্দেগ্য অন্যান্য সেবা সংগঠনকে অনুসরন করা উচিত। আশা করি এপেক্স ক্লাব অব বান্দরবানের এই সেবামূলক কাজ চলামান থাকবে। বিষেশ অতিথি জেলা গভর্নর (ইলেক্ট) এপে. সৈয়দ মিয়া হাসান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তারাই একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মনে রাখবেন একজন শিক্ষার্থীর ভিত্তি শক্তিশালী করার প্রথম ধাপ হলো মায়ের হাতে শিক্ষা খড়ি। তাই প্রতিটি মায়ের নৈতিক কর্তব্য হলো তার সন্তানের সঠিকভাবে দেখাশোনা করা।

বিশেষ অতিথি স্কুলের প্রধান শিক্ষক মেরি ভট্টাচার্য্য শিক্ষাসামগ্রী বিতরনের জন্য কাসেম পাড়া স্কুলকে নিবাচন করা জন্য এপেক্স ক্লাব অব বান্দরবানকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সভাপতি এপে. নিনি প্রু উক্ত সেবামূলক কাজে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণকে উপস্থিত থাকার জন্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন এই ধরনের সেবামূলক কাজ আগামিতে ও অব্যাহত থাকবে।


Related posts

আনোয়ারায় ৪ ডাকাত গ্রেপ্তার

Chatgarsangbad.net

হিউম্যান এইড পতেঙ্গা’র ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

Chatgarsangbad.net

চন্দনাইশে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ: মালিক-শ্রমিক মিলে নিহত ৭

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment