এপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ


২০ মার্চ (বৃহস্পতিবার) এপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বায়োজিত থানা রোড কুঞ্জ ছায়া আবাসিক এলাকা মোহাম্মাদিয়া হাফেজুল উলুম এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইভ গভর্নর ও অতীত জাতীয় সভাপতি মোঃ রিজওয়ান সাহিদী।

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর-৩ সৈয়দ মিয়া হাসান, সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, অতীত জাতীয় সেবা পরিচালক এস কে দত্ত অনুপ, অতীত ন্যাশনাল অ্যাকশন ডিরেক্টর আহাসান উল্লাহ, অতীত জেলা গভর্নর এপে মোসলেম উদ্দিন, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মোঃ লিয়াকত আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর সেক্রেটারি মোঃ আরিফ খান, জেলা-৩ এর নিউজ এডিটর মোঃ আবু সাঈদ তালুকদার খোকন, বান্দরবান ক্লাবের অতীত সভাপতি মোঃ মোজাম্মেল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন ক্লাবের অতীত সভাপতি মোঃ রাশেদ ফরিদ, মেট্রোপলিটন ক্লাবের সদস্য মোঃ কামরুল হাসান সবুজ প্রমুখ।


Related posts

বান্দরবানে এপেক্স ক্লাবের যৌথ সার্ভিস প্রোগ্রাম “ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ” অনুষ্ঠিত

Chatgarsangbad.net

আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের দশম সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

সাতকানিয়ার মৌলভীর দোকানে শালবন কফি এন্ড জুসবার উদ্বোধন করেন মেয়র জোবায়ের

Shahidul Islam

Leave a Comment