শেফাইল উদ্দিন: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির প্রয়াত নেতা কর্মীদের স্মরণ সভার প্রস্তুতি সভা প্রবীণ নেতা কর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে ঈদগাঁও বাসস্ট্যান্ডের অভিজাত হোটেলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহাব উদ্দিন, সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমতাজ আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, সাবেক জেলা বিএনপির সদস্য জানে আলম, জালালাবাদ সাবেক সভাপতি জাকারিয়া মেম্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার উদ্দিন বাবুল, ইসলামপুর সাবেক সভাপতি হারুন অর রশিদ, পোকখালী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইসলামপুর সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম, মক্কা প্রাদেশিক বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছৈয়দুল হক, সাবেক ছাত্রদলনেতা কামাল উদ্দিন, বিএনপি নেতা নাছির উদ্দিন, মোস্তফা কামাল, নূরুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সব মিলিয়ে বিএনপির নেতা কর্মীদের মিলন মেলায় পরিণত হয় এ প্রস্তুতি সভা।
বক্তারা বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় ও জনসমাদৃত একটি দল। জনগণের সাথে যাদের সম্পর্ক আছে এমন নেতৃত্ব আগামীতে নির্ধারণ হবে।দলে আওয়ামী দোসরদের কোন জায়গা হবে না।
আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় প্রয়াত বিএনপি নেতা কর্মীদের স্মরণ সভার একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এই কমিটিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুর রহমান শহীদ কে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম ও ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ কে সদস্য সচিব করা হয়। দুপুরে খাবারের পর দোয়া মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply