সৈয়দ শিবলী ছাদেক কফিল: সুখী ও পরিকল্পিত পরিবার গঠনে চন্দনাইশ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমুহে ঈদুল আযহার ছুটিকালীনও মা ও শিশু স্বাস্থ্য সেবাসহ পরিবার পরিকল্পনার বিভিন্ন সেবা প্রদান অব্যাহত ছিল।
জানা যায়, গত ৫জুন থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত সময়ে উল্লেখিত কেন্দ্র সমূহে মোট ২৪ (চব্বিশ) জন গর্ভবতীকে স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়।এছাড়াও ৫০(পঞ্চাশ) জনকে প্রসব পূর্ব সেবা, ১৯ (উনিশ) জনকে প্রসব পরবর্তী সেবাসহ পরিবার পরিকল্পনার অন্যান্য সেবা সমূহ প্রদান করা হয়েছে। এ সব তথ্য নিশ্চিত করেছন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য্য।
চন্দনাইশ উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর সুত্রে জানা যায়, সাপ্তাহিক বা বিশেষ ছুটিতেও মাতৃত্ব তথা পরিবার পরিকল্পনা সেবাসমুহ চলমান থাকে। এটি দেশের কয়েকটি জরুরী সেবাবিভাগের মধ্যে অন্যতম।
Leave a Reply