আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামী ফ্রন্ট- চন্দনাইশ পৌরসভা শাখার কমিটি গঠন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট- চন্দনাইশ পৌরসভা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল -২০২৫ সম্পন্ন হয়েছে। এতে মুহাম্মদ আবু তালেবকে সভাপতি, মাজহার হেলালকে সাধারণ সম্পাদক ও নুরুল আমিন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়।

১৮ জুলাই চন্দনাইশ সদর জোয়ারা ফাজিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভা শাখার প্রতিনিধি সম্মেলন এবং অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান ও মো. বদিউল আলমের স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মো. আবদুল মজিদ।

সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. আবদুর রহীম। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, জোয়ারা মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আজগর। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ হাফেজ আহমদ।

বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট নেতা মো. আলমগীরুল ইসলাম বঈদী, মাওলানা কফিল উদ্দীন, মাওলানা আবু তালেব, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মনিরুল হক, মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী, মাওলানা কাজী আমিনুল্লাহ, মাওলানা মঈন উদ্দীন, মাওলানা ছৈয়দুল হক, মাজহার হেলাল, মো. শহিদুল ইসলাম, কাজী এহসানুল হক, মো. রাজিব হোসেন রিফাত, মো. মিজানুর রহমান প্রমুখ।

এতে সর্বসম্মতিক্রমে মাওলানা আবু তালেবকে সভপতি, কবি মাজহার হেলালকে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর