অন্যান্যঅর্থনীতি-বাণিজ্যচট্টগ্রামবাংলাদেশ

আমাদের লক্ষ্য হলো ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সমাজ গঠন করা – শাহজাহান চৌধুরী


নিজস্ব প্রতিবেদক >>> বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমরা রাজনীতি করি না মন্ত্রী-এমপি হওয়ার জন্য, বরং এই দেশের অসহায়, নির্যাতিত ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতি। আমাদের লক্ষ্য হলো ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহভীতিসম্পন্ন, ন্যায়নিষ্ঠ ও শান্তিময় সমাজ গঠন।”তিনি বলেন, “যেদিন এই দেশে মদিনার আদর্শভিত্তিক ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, সেদিনই স্থায়ীভাবে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা হবে। আমাদের প্রিয় নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান ও মীর কাসেম আলী ভাইয়েরা এই আদর্শ বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের স্বপ্ন ছিল একটি ইসলামিক বাংলাদেশ গড়া।”তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ।”গতকাল সোমবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার দক্ষিণ সাতগড় এলাকায় স্থানীয় জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।চুনতী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, নায়েবে আমীর ও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ পীরে কামেল আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. নোমান, বিশিষ্ট ব্যবসায়ী জহির উদ্দিন, মাস্টার মাহমুদুর রহমান, মাস্টার হামিদুল হোসাইন, ইউপি সদস্য ইন্তেজার হোসেন ও জামায়াত নেতা রেজাউল হক হোসাইনসহ অনেকে। শাহজাহান চৌধুরী আরো বলেন,শেখ হাসিনা দীর্ঘ ১৮ বছরে বাংলাদেশকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে।হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে। পাচারকৃত অর্থ যদি বাংলাদেশের ফিরিয়ে আনা যায় তাহলে বাংলাদেশের কয়েকটি বাজেট প্রণয়ন করা সম্ভব হবে। বাংলাদেশে টাকার হবেনা। হ্তিনি বলেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান একটি মানবিক বাংলাদেশ গঠনের ঘোষণা দিয়েছেন। আমরা সারাদেশে সেই লক্ষ্য সামনে রেখে কাজ করছি। এই যাত্রায় দেশবাসীর সহযোগিতা প্রয়োজন। তিনি সকলকে দাড়িপাল্লার পক্ষে জনমত গঠনের জন্য আহ্বান জানান


Related posts

৬ প্রকল্পে ৮ হাজার ৭৩৯ কোটি টাকার অনুমোদন

Chatgarsangbad.net

পঞ্চম স্কাউট ও ষষ্ঠ কাব ক্যাম্পুরী অনুষ্ঠানের শুভ উদ্বোধন

Shahidul Islam

ভাষাসৈনিক ও শিক্ষাবিদ আবুল কালাম আজাদের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Chatgarsangbad.net

Leave a Comment