আজ থেকে খুলছে বান্দরবানের কেওক্রাডং পর্যটন কেন্দ্র


নিউজ ডেস্ক: সন্ত্রাসী তৎপরতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়। এখন থেকে পর্যটকরা যেতে পারবেন দেশের অন্যতম উঁচু এই পাহাড়চূড়ায়।

আজ বুধবার (০১ অক্টোবর) থেকে শর্ত সাপেক্ষে বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরে জারিকৃত গনবিজ্ঞপ্তিতে এ ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, ২০২২ সালের অক্টোবরে পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্ট–কেএনএফ এবং নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শ্বারকীয়ার’ বিরুদ্ধে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে নিরাপত্তা বিবোচনায় জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম চারটি উপজেলায় দফায় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। তবে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে সবকটি উপজেলা থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেলেও কেওক্রাডং পাহাড় চূড়াসহ আশপাশের দর্শণীয় স্থান এবং থানচি উপজেলার নাফাখুমসহ আশপাশের দর্শণীয় স্থানগুলো ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

এদিকে দীর্ঘ তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা কাটিয়ে এবছরের ১ অক্টোবর থেকে কেওক্রাডং পাহাড় চূড়া ভ্রমণের জন্য খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, পর্যটন–সংশ্লিষ্টদের অনুরোধে এবং আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নতির কথা বিবেচনায় নিয়ে ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য কেওক্রাডং পাহাড় চূড়া পর্যটন স্পটটি খুলে দেয়া হলো ১ অক্টোবর থেকে। তবে মানতে হবে শর্ত বা বিধিনিষেধ। আইনশৃঙ্খলা বিষয়ে বিদ্যমান নিয়মকানুন মেনে পর্যটকেরা সেখানে ভ্রমণ করতে পারবেন।

 


Related posts

নগরী’র আগ্রাবাদ এলাকায় যুবলীগ নেতার ইফতার বিতরণ

Chatgarsangbad.net

আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাত

Mohammad Mustafa Kamal Nejami

রাউজান থানার হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Chatgarsangbad.net

Leave a Comment