Hom Sliderবাংলাদেশ

আজ কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকার


অনলাইন ডেস্ক:

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কুয়েত সফরে যাচ্ছে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দলটি তিন দিনের জন্য বাংলাদেশ ছাড়বে। শনিবার দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, রবিবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে কুয়েত যাচ্ছে। সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ কুয়েত সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যাচ্ছে।


Related posts

মানুষ বলছে, এ সরকার এনসিপি মার্কা: সালাহউদ্দিন আহমেদ

Saddam Hossain

অবশেষে খুলছে বন্ধ হয়ে যাওয়া প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা

Saddam Hossain

উত্তরা ব্যাংকে চাকরি

Chatgarsangbad.net

Leave a Comment