শেফাইল উদ্দিন: জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে।যুগে যুগে যুবকরাই ইতিহাসের বাঁক পাল্টাতে নেতৃত্ব দিয়েছেন।যার তরতাজা উদাহরণ জুলাই অভ্যুত্থান। এ আন্দোলনের চেতনায় আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা প্রতীককে বিজয়ী করে এ দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় যুব সমাজকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন শাখা আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার ৩ আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর উক্ত কথা গুলো বলেছেন।
ইউনিয়ন জামায়াত আমীর অধ্যাপক হাকিম আলীর সভাপতিত্বে,ইউনিয়ন সহ সেক্রেটারি লায়েক ইবনে ফাজেলের পরিচালনায় কোরআন তেলাওয়াত ,ইসলামী সঙ্গীত ও দরসুল কোরআনের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ,জেলা সহ-সেক্রটারী ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন,উপজেলা আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী,উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম,উপজেলা জামায়াত সেক্রেটারি তৈয়ব উদ্দিন,উপজেলা জামায়াত সাংগঠনিক সম্পাদক মাষ্টার ছৈয়দুল আলম হেলালী, মওলানা ছৈয়দ নুর হেলালী ও ঈদগাঁও ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ।
সমাবেশ পরবর্তী শতশত যুবক দাঁড়ি পাল্লার সমর্থনে ঈদগাঁও বাজারের অলি গলিতে মিছিল করেন।
Leave a Reply