বাছাইকৃত খবররাজনীতি

অনশনরত তারেক রহমানকে সংহতি জানালেন রিজভী


নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনরত নতুন রাজনৈতিক দল আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন তিনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন মো. তারেক রহমান।

আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষে সংহতি জানিয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।

বিএনপির ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা গেছে, নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দলকে নিবন্ধনের দাবিতে দলটির সদস্যসচিব মো. তারেক রহমানের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।


Related posts

ভোটের মাঠে থাকবে সেনাবাহিনী, ইসির অনুরোধে সম্মতি রাষ্ট্রপতির

Chatgarsangbad.net

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ ও সৌদি আরব

Chatgarsangbad.net

আদর্শবান রাজনীতিবিদ ছিলেন আখতারুজ্জামান চৌধুরী বাবু: স্মরণসভায় বক্তারা

Chatgarsangbad.net

Leave a Comment