আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অক্সিজেন শীতল ঝরনা খালের ওপর আরেকটি পুরোনো ব্রিজ ঝুঁকিপূর্ণ


নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় শীতল ঝরনা খালের ওপর আরেকটি পুরোনো কালভার্ট ঝুঁকিপূর্ণ হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক পরিদর্শন করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি চসিকের প্রকৌশল বিভাগকে সংস্কারের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সংলগ্ন সড়কের ওপর আরেকটি ব্রিজের দুই পাশে দেবে যাওয়ার খবর আসে।

এরপর মেয়র কালভার্টটি পরিদর্শন করে চসিকের প্রধান প্রকৌশলীকে দ্রুততম সময়ের মধ্যে প্রকৌশলগত সমাধান এবং ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে যান চলাচল স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) শীতল ঝরনাখালের ওপর পুরোনো সেতুটি ধসে পড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে সেতুটি পুনর্নির্মাণের ঘোষণা দেন মেয়র ডা. শাহাদাত হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর