আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিলা কাউন্সিলর প্রার্থী এডভোকেট দিলরুবা আকতারের সমর্থনে কিল্লাপাড়ায় উঠান বৈঠক


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য দোহাজারী পৌরসভা নির্বাচনে ৭,৮ ও ৯নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ‘বলপেন’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য, সৎ, নির্ভীক ও কঠোর পরিশ্রমী নিরলস সমাজসেবী এডভোকেট দিলরুবা আকতার।

তাঁর সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক সোমবার (১০ জুলাই) রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ কিল্লাপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়।

দোহাজারী কিল্লাপাড়া সমাজ উন্নয়ন কমিটির অন্যতম সর্দার আব্দুল মতলব সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে সূচনা বক্তব্য রাখেন- ইলিয়াস মোহাম্মদ লিটন।

আলোচনায় অংশ নেন- সংগঠক আহমদ মিয়া, সমাজসেবক মনজুর আলম, পল্লী চিকিৎসক পলাশ দত্ত, যুবনেতা নাছির উদ্দীন, মোহাম্মদ ফারুক, ব্যবসায়ী জয়নাল আবেদীন, দোহাজারী কিল্লাপাড়া সমাজ কল্যাণ পরিষদ সহ-সভাপতি নাজিম উদ্দীন, সাধারন সম্পাদক শাহ্ আলম রুবেল প্রমূখ।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘বলপেন’ মার্কায় ভোট প্রার্থনা করে এডভোকেট দিলরুবা আকতার বলেন, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করার মহৎ উদ্দেশ্য নিয়ে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি বান্ধব সমাজ গড়ার প্রত্যয় ও নিরবিচ্ছিন্ন নাগরিক সেবা প্রদানের জন্য আন্তরিকভাবে কাজ করবো। বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান সুনিশ্চিত করণে কাজ করবো। নারীদের স্বাবলম্বী করতে কাজ করব এবং এলাকার উন্নয়নে নিজেকে সবসময় নিয়োজিত রাখবো। নবীন-প্রবীণের সমন্বয়ে সবাইকে নিয়ে এই তিনটি ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো, এখানে থাকবে না কোনো বৈষম্য। আশা করি ‘বলপেন’ মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে আগামী ১৭ জুলাই আমাকে নির্বাচিত করে আপনাদের সেবক হিসেবে নিয়োগ দেবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর