আজ ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

আবারও আ. লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য ইয়ামিন আনাম


অনলাইন ডেস্কঃ চৌধুরী ইয়ামিন আনাম দ্বিতীয়বার বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোদ্ধা চট্টগ্রাম শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য মরহুম জহুর আহমেদ চৌধুরীর দৌহিত্র।

ইয়ামিন আমান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর ভাতিজা। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ইয়ামিন আমান বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রাবস্থা থেকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।

রাজনৈতিক শিষ্টাচার মেনে বঙ্গবন্ধুর হাতে গড়া রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে কাজ করাই তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
দল ইয়ামিন আমানের রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় পুনরায় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত করেছে।

চৌধুরী ইয়ামিন আনাম গত অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য থাকাকালীন দলীয় কর্মকাণ্ডে যেমন সরব ছিলেন, তেমনি বিভিন্ন সামাজিক কাজে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

দ্বিতীয়বার অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য মনোনীত করায় এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানকে চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপিকে সদস্যসচিব করায় ইয়ামিন আমান সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তথ্যসুত্র: বাংলানিউজ২৪


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর