আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অটিজম-এনডিডি বিষয়ক কর্মশালা সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (NAAND)-এর আয়োজনে “অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি)” বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে এক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ ২৭ ফেব্রুয়ারি সোমবার সম্পন্ন হয়। পৌরসদরস্থ কাশেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম।

পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা। প্রশিক্ষক ছিলেন অটিজম বিশেষজ্ঞ ডা. আবির রহমান ও চট্টগ্রামের সরকারি সিটি কলেজের প্রভাষক, অটিজম গবেষক মো. গোলাম মোস্তফা। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা, রাজনীতিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী, অটিজম ব্যক্তির অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার একশত জন লোক অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম. সালেহ উদ্দীন, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদ্বয় তপন কান্তি পোদ্দার ও জীবন কানাই সরকার।

এতে আলোচকরা বলেন, অটিজম শিশুরা অন্য শিশুদের মত। তাদের স্বাভাবিক বেড়ে ওঠার অধিকার রয়েছে। বিকাশজনিত সমস্যা থাকলেও সেবাযত্ন ও সহযোগিতা পেলে তারা তারা স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। অন্যান্য শিশুর মত তাদেরও বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের যত্নের মাধ্যমে সমাজের মূলধারায় পরিচালিত করতে হবে। কর্মশালায় অটিজম বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর