আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কে হচ্ছেন দোহাজারী পৌরসভার প্যানেল মেয়র?

কে হচ্ছেন দোহাজারী পৌরসভার প্যানেল মেয়র?


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ মেয়রের প্যানেলে
কারা থাকছেন? কে হচ্ছেন দোহাজারী পৌরসভার প্যানেল মেয়র? এ নিয়ে আগ্রহ ও উত্তেজনা ক্রমেই বাড়ছে। পৌরবাসীর মধ্যেও চলছে নানা আলোচনা। নবনির্বাচিত পৌর পরিষদের নয়জন সাধারণ কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত কাউন্সিলরের মধ্যে মেয়রের প্যানেলে অন্তর্ভুক্ত হতে চান ছয়জন সাধারণ কাউন্সিলর ও দুইজন সংরক্ষিত আসনের কাউন্সিলর।

তারা হলেন- দুইনম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহ্ আলম, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর পহর উদ্দিন, পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইদ্রিস, ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মহিউদ্দিন, সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলমগীর। সংরক্ষিত দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মমতাজ বেগম ও সংরক্ষিত তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিয়া সুলতানা রাজু।

পৌরসভা আইন ২০০৯ এর ৪০ (১) ধারায় বলা আছে, পৌরসভার প্রথম সাধারণ সভার এক মাসের মধ্যে প্যানেল মেয়র নির্বাচন করতে হবে। গুঞ্জন উঠেছে আগামিকাল রবিবার (২০ আগস্ট) কিংবা পরদিন সোমবার (২১ আগস্ট) পৌরসভার প্রথম সভা অনুষ্ঠিত হবে।

এক্ষেত্রে পৌরসভা আইন ২০০৯ এর ৮ (৩) ধারায় বলা আছে, সরকারি গেজেটে পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণের নাম প্রকাশের ত্রিশ দিনের মধ্যে প্রথম সভা অনুষ্ঠান করতে হবে।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৪০ ধারা মতে ‘প্যানেল মেয়র’ বলতে বোঝায় নির্বাচিত মেয়রের অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য যে কোন কারনে মেয়র দায়িত্ব পালনে অসমর্থ হলে তিনি পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত মেয়রের প্যানেল থেকে অগ্রাধিকারক্রমে নির্বাচিত কাউন্সিলরদের মধ্য থেকে একজন মেয়রের দায়িত্ব পালন করবেন। এই ব্যক্তি নির্বাচিত মেয়রের পদত্যাগ, অপসারণ, মৃত্যু অথবা অন্য যে কোনো কারনে মেয়রের পদ শূণ্য হলে নতুন কেউ মেয়রের কার্যাভার গ্রহণ না করা পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন।

পৌরসভা গঠিত হবার পর অনুষ্ঠিত প্রথম সভার এক মাসের মধ্যে কাউন্সিলর গণ অগ্রাধিকারক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি মেয়রের প্যানেল তাদের নিজেদের মধ্য হতে নির্বাচন করবেন। এবং নির্বাচিত তিন জনের মেয়রের প্যানেলের মধ্যে একজন সংরক্ষিত আসনের কাউন্সিলর হতে হবে। অর্থাৎ তিন জন নিয়ে ‘প্যানেল মেয়র’ গঠিত হলেও প্রয়োজনের সময় মূল দায়িত্ব পালন করবেন একজন।

পৌরসভা আইন ২০০৯ এর ৪০ এর (৪) ধারা অনুযায়ী, মেয়রের প্যানেলভুক্ত কোনো সদস্যকে পরবর্তীতে অযোগ্য মনে হলে অথবা ওই ব্যক্তি নিজে ব্যক্তিগত কারনে দায়িত্ব পালনে অসম্মতি জ্ঞাপন করলে একমাসের মধ্যে পরিষদের সিদ্ধান্তক্রমে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য অন্য কোনো কাউন্সিলরকে মেয়রের প্যানেলভুক্ত করা যাবে।

পৌরসভা আইন ২০০৯ এর ৪০ এর (৫) ধারার উপ-ধারা ১ ও ৪ এ বলা আছে, কাউন্সিলরদের মধ্য থেকে মেয়রের প্যানেল নির্বাচন করা না হলে সরকার প্রয়োজন অনুসারে মেয়রের প্যানেল তৈরি করে দিবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর